News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

পটুয়াখালীতে সন্ত্রাস, নৈরাজ্য রোধে বিএনপি'র মাইকিং

রাজনীতি 2024-08-07, 11:26pm

bnp-leaders-organised-a-miking-campaign-against-terrorism-in-kalapara-3df92a71b9afb7f62877b82a619534561723051587.jpg

BNP leaders organised a miking campaign against terrorism in Kalapara.



কলাপাড়া, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা রোধে মাইকিং শুরু করেছে বিএনপি। বুধবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ মাইকিং করে বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদারের উদ্ধৃতি দিয়ে এ মাইকিং করা হয়।

মাইকিংয়ে বলা হয়,  প্রিয় কলাপাড়া বাসি আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বাংলাদেশে অভিনন্দন। আপনারা দীর্ঘদিন একটি অত্যাচারী সরকারের নির্যাতনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাদের মধ্যে ব্যাপক ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু বর্তমানে পরিস্থিতি শান্ত রাখা সকলের নৈতিক দায়িত্ব। কোন প্রকার প্রতিশোধ মূলক কর্মকান্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য কঠোরভাবে অনুরোধ করা যাচ্ছে।

পাশাপাশি সকল সরকারী স্থাপনা, পুলিশ ভবন, সংখ্যা লঘু সম্প্রদায়ের পাশে থেকে সহযোগিতা করার জন্য বিএনপির নেতৃবৃন্দসহ সাধারণ মানুষকে বিশেষ অনুরোধ করছি।

এদিকে বুধবার সকাল ১১ টার দিকে কলাপাড়া চৌকি আদালতের আইনজীবী ভবনে জরুরী বৈঠকে মিলিত হন আইনজীবী নেতারা। উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন আদালতে কর্মরত আইনজীবীদের আশ্বস্ত করে বলেন, আইনজীবী বন্ধুদের সাথে কেউ কোন রকম অসৌজন্যমূলক আচরণ করলে ছাড় দেয়া হবে না। সকল আইনজীবী মিলে ঐক্যবদ্ধভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত দুইদিন ধরে সমগ্র উপজেলা জুড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৩০টি কার্যালয় ভাঙচুর করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগ ও লুটপাট করা হয়। কুপিয়ে জখম করা হয় অন্তত: অর্ধশত নেতাকর্মীকে। জীবন রক্ষায় অনেকে হাসপাতালেও চিকিৎসা নেয়ার সাহস পায়নি। এছাড়া জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠানে তালা, গৃহপালিত পশু লুটের সঠিক পরিসংখ্যান এখনও জানা যায়নি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী আতঙ্কে বাড়িঘর ছেলে পালিয়ে গেছে। - গোফরান পলাশ