News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি'র মাইকিং

রাজনীতি 2024-08-24, 11:25pm

bnp-flag-2ce8077bf9590d9a0115ee9c42b060f01724520351.jpg

BNP flag



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মাইকিং করেছে বিএনপি। শুক্রবার (২৩ আগষ্ট) রাতে উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন শিকদারের বরাত দিয়ে পৌর শহরে  এ মাইকিং করা হয়। 

মাইকিংয়ে বলা হয়, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে বিএনপি'র দু'একজন জ্যেষ্ঠ নেতার নাম ভাঙ্গিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস, মোবাইল ফোনে ব্যবসায়ীদের কাছে ও ব্যক্তি পর্যায়ে চাঁদা দাবী করছে একটি অপরাধী চক্র। এসব অপরাধী চক্র যাতে তাদের স্বার্থ হাসিল করতে না পারে সেজন্য আপনাদের সতর্ক থাকতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সাধারণ মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য আমরা আপনাদের পাশে রয়েছি। আমরা দৃঢ় কন্ঠে আরও বলতে চাই বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশ, বিগত সময়ের মতো কলাপাড়ায় সন্ত্রাস, জুলুম, চাঁদাবাজি আর চলবে না। আমরা কলাপাড়ায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। এজন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সামরিক বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা দিতে চাই। বিএনপি'র নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করলে আমাদের জানাবেন, আমরা তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করবো।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর সহ আওয়ামীলীগ নেতা, কর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, জমি দখল, মাছের ঘের দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখলের একাধিক ঘটনা ঘটে। এছাড়া হাট বাজারের ইজারা দখল, বাসস্ট্যান্ড দখল, দুর পাল্লার পরিবহনের কাউন্টার দখল করে নেয় একটি সন্ত্রাসী চক্র। এছাড়া এলাকায় থাকতে হলে চাঁদা দিতে হবে বলে হুমকি প্রদান করা হচ্ছে। এতে ভুক্তভোগীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়ালেও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিষ্ক্রিয়তায় এ নিয়ে থানা পুলিশ কিংবা আদালতে কোনো মামলা হয়নি। - গোফরান পলাশ