News update
  • Ctg Port’s historic milestone in 2025 container handling, revenue     |     
  • NBR Probes Bank Records of 100 Exporters Over Bond Abuse     |     
  • Hadi murder case: Sanjay, Faisal give ‘confessional’ statements     |     
  • Islami Bank organizes orientation for 1000 Trainee Assistant officers     |     
  • 2025: People’s Resistance Against Hydro Projects in Himalaya     |     

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দায়িত্বহীন ও উসকানিমূলক - সাইফুল হক

রাজনীতি 2024-09-07, 6:49pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411720363733-ea6a4419a5d68c95fb514089b3da1c9d1725713365.jpg

Zainul Huq, General Secretary, Biplab Workers Party



 বিপ্লবী  ওয়ার্কার্স  পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন তার বক্তব্য দায়িত্বহীন ও উসকানিমূলক।

বিবৃতিতে তিনি বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী যেভাবে রাশিয়া - ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল - হামাস যুদ্ধের সাথে বাংলাদেশ পরিস্থিতি টেনে ভারতের প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধ মোকাবিলায় তৈরী থাকতে বলেছেন তা বিস্ময়কর ও হঠকারী। তিনি বলেন, বাংলাদেশ এখন কারও সাথেই যুদ্ধে লিপ্ত নেই।

তিনি বলেন,রাজনাথ সিং এর  বক্তব্যে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশকে টেনে আনার ঘটনায় এটা স্পষ্ট যে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনকে ভারতের মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই বিবেচনা করছে।একটা গণবিরোধী আপাদমস্তক দূর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট রেজিমকে যেকোন ভাবে বাংলাদেশের ক্ষমতায় টিকিয়ে রাখার ভারত সরকারের নীতি ও কৌশল যে পুরোপুরি  ব্যর্থ হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

উসকানিমূলক বক্তব্য। এই ধরনের বক্তব্য কোনভাবেই সৎ প্রতিবেশীর পরিচয় নয়।

তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট বাংলাদেশের মানুষের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরও ভারতে মোদি সরকার  বাংলাদেশ বিরোধী নানা অপতৎপরতা ও অপপ্রচার অব্যাহত রেখেছে। তিনি বলেন , ভারত সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক

আকাংখ্যা বিবেচনায় না নিয়ে বাংলাদেশকে বরারব অনুগত রাষ্ট্র হিসাবেই বিবেচনা করে এসেছে। 

বিবৃতিতি তিনি বলেন,  বাংলাদেশ স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে সমতা, ন্যায্যতা ও 

সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চায়।তিনি ভারত সরকারকে তাদের বাংলাদেশ বিরোধী নীতি কৌশল পরিবর্তন করে সৎ প্রতিবেশীর মনোভাব নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসার আহবান জানান।