News update
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     
  • India, Pakistan agree to a ceasefire in US-mediated talks     |     
  • Tarique for action against those who formed illegal parliaments, govts     |     
  • India, Pakistan Agree to Ceasefire in US-Mediated Talks     |     
  • Single women struggle for accommodation in Dhaka     |     

১৯৭২ সালের সংবিধান প্রনয়ন কমিটির সদস্যদের পরিবারের বক্তব্যের প্রতিক্রিয়া

-ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

রাজনীতি 2024-10-13, 9:11pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991728832353.png

Islami Andolan logo



ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক ইঞ্জিনিয়ার আবদুল হান্নান আল হাদী আজ রোববার এক বিবৃতিতে বলেছেন, ১৯৭২ সালের সংবিধান প্রনয়ন কমিটির সদস্যদের পরিবারের বক্তব্য হিসেবে যে বক্তব্য পত্রিকায় উক্ত কমিটির সদস্যরা সবাই ১৯৭০ সালের পাকিস্তানের এম এন এ ও এম পি এ দের দ্বারা গঠিত। যারা সকলেই তৎকালীন এল এফ ও দ্বারা পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিলেন, তাদের বাংলাদেশের সংবিধান রচনার কোন ম্যান্ডেট ছিলো না। তাছাড়া  বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ইসলামের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। (এ ব্যাপারে ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২২ দফা চুক্তি ও ঘোষণা দ্রস্টব্য)। মানবিক মর্যাদার মধ্যে মানুষের পরামর্শ বা গণতন্ত্রের কথাও আসে। কাজেই ১৯৭২ সালের ৪ নভেম্বর তথাকথিত গণপরিষদে যে সংবিধান গৃহীত হয় তা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। তাই অন্তর্র্বতী সরকারের কাছে অনুরোধ অবিলম্বে সংবিধান প্রনয়নের জন্য গণপরিষদের নির্বাচন দিন এবং নির্বাচিত গণপরিষদের মাধ্যমে সংবিধান গ্রহণ করুন। জাতীয় আদর্শ ও উদ্দেশ্য উহাতে সন্নিবেশিত করুন।

জাতির জন্য এটাই কল্যাণকর এবং এটা জাতির দাবি। - প্রেস বিজ্ঞপ্তি