News update
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     

আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলা ও বেনাপোল সীমান্তে হড়া চরম উসকানিমূলক

মমতা ব্যানার্জির বক্তব্য বাংলাদেশে আন্তর্জাতিক হস্তক্ষেপের মদদ যোগানোর সামিল- সাইফুল হক

রাজনীতি 2024-12-03, 12:34am

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411733164497.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ সন্ধ্যায় গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আজ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে বাংলাদেশ বিরোধী উগ্র হিন্দুত্ববাদীদের ব্যাপক হামলা আক্রমণ ও ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং এসব উসকানিমূলক সহিংস তৎপরতার  দায়দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারকে বহন করতে হবে।

বিবৃতিতে তিনি পশ্চিমবংগের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্তৃক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায়  জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর আহবান  এবং বেনাপোল সীমান্তে বিজিপির বাংলাদেশ বিদ্বেষী মহড়া পুরোপুরি উসকানিমূলক ও বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী। মমতা ব্যানার্জির বক্তব্য  বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের মদদ যোগানোর সামিল। তিনি বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় জনতা পার্টি - বিজেপির অপপ্রচারণায় সামিল হয়েছে ভারতের অনেকগুলো রাজনৈতিক দল। 

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন,  বিজেপি সরকার ও তাদের দল পরিকল্পিতভাবে বিশ্বব্যাপী  বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে  মিথ্যা তথ্য  ও প্রচারণা ছড়িয়ে আসছে।

বিবৃতিতে তিনি ভারতীয় সরকার ও বিজিপিকে  বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক উত্তেজনার যাবতীয় কর্মকান্ড বন্ধ করার আহবান জানান। 

একইসাথে তিনি দেশ ও দেশের বাইরের সব উসকানি মোকাবেলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি