News update
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     
  • Economy Stabilises Unevenly as Banking Crisis Drags Growth     |     

মদের বারে হামলা-ভাঙচুর, কঙয়াকাটা পৌর যুবদলের তিন নেতা বহিষ্কার

রাজনীতি 2024-12-09, 8:21pm

bnp-flag-2ce8077bf9590d9a0115ee9c42b060f01733754073.jpg

BNP flag



গোফরান পলাশ,  পটুয়াখালী: দলীয় নৈতিক শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল। সোমবার ( ৯ ডিসেম্বর) জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে শাখাটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল-নোমান বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কার হওয়া তিন নেতা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামী, কুয়াকাটা ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজী ও ৭ নং ওয়ার্ডের সদস্য মিরাজ হাওলাদার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান আজ এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তাদের সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

জানা যায়, এর আগে গত শনিবার রাতে কুয়াকাটায় হোটেল হ্যান্ডি কড়াই ( মদের বার) ভাংচুর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তবে এ বিষয়টি মিথ্যা দাবি করেন তারা।

বহিস্কৃত নেতা ইউসুফ ঘরামী জানান, কেন বহিষ্কার করা হয়েছে, তা আমার জানা নেই। আমরা কোন অপরাধ করিনি। বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করবো।

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, তাদের বহিষ্কারের কারণ হিসেবে বারে হামলা চালানোর অভিযোগ  শুনেছি। - প্রেস বিজ্ঞপ্তি