News update
  • Belem countdown: Climate talks race to the finish     |     
  • 100 rooms of a colony burned to ashes in Gazipur     |     
  • BNP demands Returning Officers, Assistant ROs from EC’s staff     |     
  • Stocks extend gains as market sentiment turns brighter     |     
  • Massive fire at Gazipur factory; 500 workers evacuated     |     

স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-12-17, 6:48pm

img_20241217_184703-4e6c51f4cebd193a8216429ffe32cc491734439733.jpg




নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কেউ যাতে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এ মুহূর্তে সবচেয়ে বেশি মানুষের সমর্থন নিয়ে অবস্থান করছে। সেজন্য অনেকে হিংসা করছে। আমাদের বিরুদ্ধে ভেতরে ভেতরে ষড়যন্ত্রও হচ্ছে। স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততামূলক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের আস্থা যদি আপনার প্রতি হয়, তাহলে আপনি হবেন জনগণের প্রতিনিধি। জনগণের সমর্থনের ভিত্তিতে যারা ক্ষমতায় আসবে, তারা দেশ পরিচালনা করবে। আমরা নিশিরাতের ভোটে বিশ্বাসী নয়। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করি। এ দেশের মানুষের ভোটের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। মানুষ যাতে মুক্তভাবে ভোট দিতে পারেন, সেই আস্থা তৈরি করতে হবে।

তিনি বলেন, আমরা নিশিরাতের ভোটে বিশ্বাসী নয়। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করি। এ দেশের মানুষের ভোটের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। মানুষ যাতে মুক্তভাবে ভোট দিতে পারেন, সেই আস্থা তৈরি করতে হবে।

তারেক রহমান আরও বলেন, আগামীর নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি জয় লাভ করবে। সেজন্য আমাদের কাজ করতে হবে। ৩১ দফা নিয়ে গ্রামে গ্রামে যেতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে।আমরা ৩১ দফার মাধ্যমে কীভাবে রাষ্ট্র কাঠামো মেরামত করা যায় তা নিয়ে আলোচনা করছি। প্রান্তিকপর্যায়ের নারী-পুরুষ, সব শ্রেণি পেশার মানুষের কাছেও আমাদের যেতে হবে। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে।

মানুষের অনেক প্রত্যাশা বিএনপির কাছ থেকে বলেও জানান তিনি। আরটিভি