News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-12-19, 7:27am

img_20241219_072606-d8eb0ea6b8d6f052851946c1e60545fb1734571669.jpg




ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবদল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে ‘ভিত্তিহীন বিভ্রান্তমূলক’ সংবাদ প্রচারের প্রতিবাদে এ ঝাড়ু মিছিল করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরকান্দা সদর বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা একটি ঝাড়ু মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

এসময় তারা বলেন, বিদেশে বসে সাংবাদিক ইলিয়াস হোসেন আর্থিক সুবিধা নিয়ে মনগড়া কথা বলছেন। তার এই কথায় দক্ষিণ বঙ্গের জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

তারা শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচারের দায়ে সাংবাদিক ইলিয়াস হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ঝাড়ু মিছিলে ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। আরটিভি