News update
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     
  • Dhaka 3rd worst polluted city in the world Saturday morning     |     
  • Global Food Prices Rose in April: FAO     |     
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     

স্বৈরাচারবিরোধী সবার সম্মিলিত মতের প্রতিফলন বিএনপির ৩১ দফা: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-12-19, 6:59pm

img_20241219_185757-a18c6e53c4c933fefc9c390b366638ff1734613183.jpg




রাষ্ট্র সংস্কারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা শুধু তাদের নয়; বরং স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনে যুগপৎ আন্দোলনে শামিল সব দল ও সংগঠনের সম্মিলিত মতামতের প্রতিফলন বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক— মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ৩১ দফা শুধু বিএনপির কথা নয়। বিএনপির ছিল ২৭ দফা। পরবর্তীতে স্বৈরাচার সরকারের পতনে বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, সেই সব রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই ৩১ দফা তৈরি হয়েছে। সুতরাং, স্বৈরাচারবিরোধী সবার সম্মিলিত মতামতের প্রতিফলন বিএনপির এই ৩১ দফা।

এর বাইরেও যদি কারও যুক্তিসঙ্গত মতামত থাকে, সেগুলোও বিএনপি তাদের ৩১ দফার সঙ্গে যুক্ত করতে রাজি বলে জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যে শুধু বলার জন্য ৩১ দফার কথা বলছি তা না। বরং আমরা যে এসব বাস্তবায়ন করবো এবং করতে সক্ষম তার অনেক প্রমাণ আছে।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তীতে বিএনপিই এদেশে খাল খননের মাধ্যমে একদিকে যেমন পানির সমস্যা দূর করেছিল, তেমনি খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিল।

তারেক রহমান বলেন, বিএনপিই প্রথম এদেশ থেকে খাদ্য রপ্তানি করেছিল। বিএনপিই দেশের নারীদের শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট-ডিগ্রী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিল, বিএনপিই এদেশে শিক্ষাকে উতসাহিত করার জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিল।

তিনি বলেন, বাংলাদেশে যে দুটি দল আসে, সে নিশীরাতের সরকারই হোক আর অন্তর্বর্তীই হোক, দুটি বিষয় নিয়ে বড়াই করে। একটি হচ্ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স, আরেকটি হচ্ছে গার্মেন্টস শিল্প। অথচ দুটিই তো বিএনপিই করেছিল, এদেশের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে। আরটিভি