Islami Ainjibi Parishad Logo
ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমান সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান ‘আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই’ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার-এর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বদিউল আলম মজুমদার-এর বক্তব্য অনুযায়ী বুঝা যায় তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্যই কাজ করছেন। যারা দীর্ঘ ১৬ বছর মানুষকে জিম্মি করে রেখেছেন, ভোটাধিকার হরণ করেছেন, মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছেন এবং দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করেছেন, ভারতের তাঁবেদারি করে দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছেন সেই আওয়ামী লীগের বিচার না করে কোন পুনর্বাসনের কোন সুযোগ নেই। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তারাও আওয়ামী লীগের দোসর ও প্রেতাত্মা। জুলাই-আগষ্ট বিপ্লবে গণহত্যার বিচার আগে হবে। সকল হত্যার বিচার করতে হবে। খুনি ও সন্ত্রাসীদের বিচার না করে, দেশের ভাবমূর্তি বিনস্টকারী আওয়ামী লীগের সকল খুনিদের আইনের আওতায় আনতে হবে। এর আগে আওয়ামী লীগকে যারা নির্বাচনে আনার চেষ্টা করবে, তারাই আওয়ামী ফ্যাসিবাদের দোসর। - প্রেস বিজ্ঞপ্তি