News update
  • TikTok shuts down US access     |     
  • Gaza ceasefire: Gazans hope to return to their ruined homes     |     
  • ‘Lebanon is on the cusp of a more hopeful future’: UN chief      |     
  • Ziaur Rahman's 89th birth anniversary today, BNP programs      |     
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     

'শেখ হাসিনার সরকারের মিথ্যা মামলায় সাজা খেটেও পালাননি বেগম জিয়া'

রাজনীতি 2024-12-31, 10:21pm

bnp-leader-abm-mosharraf-hossain-addressing-a-reception-at-mohipur-cooperative-high-school-ontuesday-13db5cb8e50c273e40640572ec15aa8c1735662070.jpeg

BNP leader ABM Mosharraf Hossain addressing a reception at Mohipur Cooperative High School onTuesday.



পটুয়াখালী: বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেছেন, 'শেখ হাসিনার অবৈধ সরকার আদালতকে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ বছর মিথ্যা সাজা দিয়েছিল। সেই সাজা খেটেও তিনি দেশে ছিলেন। দেশকে ভালো বাসেন বলেই তিনি দেশ থেকে পালিয়ে যাননি। অথচ শেখ হাসিনা তার পরিবার নিয়ে ইন্ডিয়ায় পালিয়ে গেছেন, তার নেতাকর্মীদের বিপদে ফেলে।' সোমবার ৩০ ডিসেম্বর শেষ বিকেলে মহিপুর থানা বিএনপি'র উদ্যোগে আয়োজিত মহিপুর কো- অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে যতবার ভোট সুষ্ঠু ও স্বাভাবিক হয়েছে ততবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করেছে। শেখ হাসিনার অবৈধ সরকার ২০১৪ সালের প্রহসনের নির্বাচনে বিনা ভোটে জয়লাভ করেছে।  ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। এবং ২০২৪ সালের নির্বাচন আমলা এবং মামুদের নিয়ে নির্বাচন করা হয়েছে। কোন নির্বাচিত নেতারা শেখ হাসিনাকে রক্ষা করতে পারেননি। 

তিনি  বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর, ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা করছে। তারা বলছে, বাংলাদেশে হাজার হাজার হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ছাড়া করা হচ্ছে। অথচ বিএনপির  আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের দলের সাথে যুক্ত হয়েছে। 

মোশাররফ বলেন,আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে, আর আমি এমপি নির্বাচিত হলে মহিপুর থানাকে উপজেলায় রুপান্তরিত করবো।

মহিপুর থানা বিএনপি’র সভাপতি মো. জলিল হাওলাদারের সভাপতিত্বে ও মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সিনিয়র সহ- সভাপতি মো. জাফরুজ্জামান খোকন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মো. আজিজ মুসুল্লি, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সি প্রমূখ। - গোফরান পলাশ