News update
  • Gaza ceasefire: Gazans hope to return to their ruined homes     |     
  • ‘Lebanon is on the cusp of a more hopeful future’: UN chief      |     
  • Ziaur Rahman's 89th birth anniversary today, BNP programs      |     
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     

কলাপাড়ায় চেনতনাশক খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট

গুরুতর অসুস্থ ৬

অপরাধ 2024-12-31, 10:13pm

victims-of-food-poisoning-in-kalapara-5e26a3ea7cdb7bcee71bbe22a1d55b521735661596.jpg

Victims of food poisoning in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে দিয়ে এক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জন। মঙ্গলবার ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আব্বাস হাওলাদারের বাড়ি ঘটনা ঘটে। 

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত এগারোটার দিকে আব্বাসের পরিবারের সদস্য খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল গড়িয়ে বেলা বাড়লেও কারো ঘুম না ভাঙায় প্রতিবেশিরা গিয়ে তাদের ঘুম ভাঙান। পরে ঘুম থেকে উঠে দেখতে পান, দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে লাখ টাকা, ভরি স্বর্ন টি এনড্রয়েড মোবাইল সেট সহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এসময় তারা গুরুতর অসুস্থ বোধ করলে প্রতিবেশিরা তাদের হাসপাতালে ভর্তি করেন। তাদের দাবি, সবার অজান্তে আগে ভাগে দুর্বৃত্তরা তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এমন কান্ড ঘটিয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। - গোফরান পলাশ