News update
  • UN aid teams plead for access … Gazans shot collecting food     |     
  • June 2026 Polls Deadline, A Defining Moment for Bangladesh     |     
  • UN Envoy Urges Israel to End Strikes, Ease Gaza Starvation     |     
  • 1.5°C Climate Limit Likely to Be Breached by 2029: WMO     |     
  • Election by June next year, Yunus tells Japan’s Taro Aso     |     

৮৪৮ জন শহীদের তালিকা ট্রাইব্যুনালে জমা দিলো বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-13, 12:44pm

rtew3532-9367d81fefb8aef44b307e0fecef35b21739429050.jpg




জুলাই-আগস্ট আন্দোলনে ৮৪৮ জন শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তালিকা জমা দেয়া হয়।

ওই তালিকায় ৮৪৮ জন শহীদের মধ্যে ৫২৪ জন সরাসরি বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। বাকি ৩২৪ জন বিএনপি সমর্থক বলে জানানো হয়েছে।

এছাড়াও এ আন্দোলনে ৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। নেতাকর্মী নিহতের ঘটনায় সারা দেশে দায়ের হওয়া ৮৪টি মামলার নথিপত্রও ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বিচারের হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে দলটি।

বিএনপির গুম, খুন ও তথ্য সংরক্ষণ কমিটির সমন্বয়ক সালাহউদ্দিন খান পরে সাংবাদিকদের এ তথ্য জানান।