News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্নাঢ্য শোভাযাত্রা

রাজনীতি 2025-05-01, 11:55pm

a-may-day-procession-was-brought-out-on-thursday-by-the-kalapara-sramik-dal-b0879906d9cda584c14dbd088a655da71746122107.jpg

A May Day procession was brought out on Thursday by the Kalapara Sramik Dal.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় 'শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে' প্রতিপাদ্য নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।   

উপজেলা শ্রমিক দলের সভাপতি  হারুন গাজী'র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, পৌর বিএনপি'র সভাপতি গাজী ফারুক, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক হারুন-অর-রশিদ, পৌর শ্রমিক দলের সভাপিত মো. মিন্টু প্রমুখ।

এদিকে উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে একটি পৃথক শোভাযাত্রা বের করে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। পরে উপজেলা জামায়াত কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। - গোফরান পলাশ