News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

জুলাই সনদ স্বাক্ষরে সবচেয়ে বেশি আন্তরিক বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-06-29, 8:49pm

img_20250629_204703-39f21fd1cc141915539bb9e33bebadce1751208586.jpg




জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে বিএনপি সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ নিয়ে এ পর্যন্ত বিএনপিই সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে। সংবিধানের মূলনীতি, ৭০ অনুচ্ছেদ, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর সময়সীমা ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে। এখন কমিশনের সব প্রস্তাবে একমত হতে হলে তো, আর আলোচনার দরকার নেই। যে সব বিষয় ঐকমত্যে পৌঁছানো যাবে সেগুলোর ভিত্তিতেই সনদ হবে।

তিনি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের আইনের পরিবর্তন করে নিয়োগ দেয়ার পক্ষে বিএনপি। দ্বিকক্ষের উচ্চকক্ষে ১০০ আসনের পক্ষে বিএনপি। দেশের স্বার্থে আরও কোনো উত্তম প্রস্তাব এলে একমত হতে পারে দল।

তবে কমিশনের বৈঠক নিয়ে হতাশা জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে স্বাগত জানাতে হয়। কিন্তু এই প্রচেষ্টা যে কতটা নমনীয়তার জায়গায় পর্যবসিত হয়েছে সে বিষয়টা আমাদের আশঙ্কায় ফেলেছে। আমরা দেখছি, যে বিষয়গুলো এখানে মৌলিক সংস্কৃতির ভিত্তি হিসেবে উপস্থাপিত হয়েছে, সেই বিষয়গুলোতে ‘কোড-আনকোড’ বিএনপি বা তার সঙ্গের আরও কয়েকটি দল দ্বিমত পোষণ করছে। ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়ে যাওয়ার পরেও সেসব বিষয় অমীমাংসিত থেকে যাচ্ছে। হাউজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। এটা আমাদের জন্য একটা আশঙ্কার জায়গা তৈরি করছে।