প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচারের প্রকোপ এবং সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিকার আচরণের কারণে নিরাপত্তায় ভুগছেন জনগণ। বিএনপির পক্ষ থেকে বারবার দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার অনুরোধ জানানো হলেও প্রশাসন নির্বিকার।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নামে অপপ্রচার চালিয়ে ইচ্ছাকৃতভাবে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চক্রান্ত চলছে।
এছাড়া আওয়ামী লীগের আন্ডারগ্রাউন্ড কর্মকাণ্ড এবং টাকা ছড়ানোর জন্য সামাজিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
এ সময় পুলিশের পোশাক পরে আবারও আওয়ামী লীগের আমলের মত কর্মিসভায় বক্তব্য রাখার সমালোচনা করেন রুহুল কবির রিজভী।