News update
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     

আগামী সংসদে এনসিপির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-31, 7:15am

e8a85de8936a3231866681dae3e9563bca4b7a923cac065a-ffa6ff36bc2de2ff37798ddd4b98f89a1753924551.png




বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সেখান থেকেই ঘোষণা হবে নতুন বাংলাদেশের ইশতেহার।’

বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভা চত্বরে ‘জুলাই পদযাত্রা’ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গত এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানা বাঁধার মুখে পড়েছি। নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়া হয়নি, সংস্কারে বাধা দেয়া হয়েছে। কিন্তু আমরা কোনো দাবি থেকে পিছু হটিনি। আমরা আবার সংগঠিত হব, জনগণের দাবি আদায় করেই ছাড়ব।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের জুলাই বিপ্লবের দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যদিও তারা নাগরিক পার্টির কেউ নন। এখন তাদের অপসারণের জন্যও ষড়যন্ত্র চলছে।’

আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতার বিরুদ্ধে আমরা আবারও মাঠে নেমেছি। গত ৫ মাসে দেশের মানুষ আমাদের যে সাড়া দিয়েছেন, তাতে আমি নিশ্চিত, আগামী সংসদে নাগরিক পার্টির জয়জয়কার হবে।’

এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ২২ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম, সারজিস আলম, তাসনিম জারা ও দলের অন্যান্য নেতারা। পরে জেলখানা মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের কোর্ট রোড, সদর রোড হয়ে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি এবং সঞ্চালনায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী।