News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, কী বলছে কেন্দ্রীয় ব্যাংক?

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-07-31, 7:12am

98a1f3426b378e1194853232d0afb58c95be48aaeb99813c-cf91da69914d491ff19db10e13365ae41753924329.png




চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। এদিন বিকেল ৩টায় ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন।

দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ গত বছরের ২৭ অক্টোবর থেকে নীতি সুদহার আরোপ করা হয় ১০ শতাংশে। যা এখনও বহাল আছে। এর প্রভাবে ব্যাংক ঋণের সুদহার উঠে আছে ১৫ শতাংশ পর্যন্ত।

গত এক বছরের উদ্যোগে এক শতাংশের ঘরে নেমেছে মূল্যস্ফীতির হার। তবে তা করতে গিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে গেছে ৭ শতাংশের নিচে। যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩.১ শতাংশ কম। এমন অবস্থায় বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যেখানে বিনিয়োগবান্ধব রূপরেখা চান ব্যবসায়ীরা।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেন, যেভাবে সুদের হার ১৫ শতাংশে তোলা হয়েছে, তাতে অনেক ব্যবসার পক্ষেই তা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। আবার একই সঙ্গে আগের নেয়া ঋণগুলোর কিস্তিও ঠিকমতো পরিশোধ করা কঠিন হয়ে পড়ছে। ফলে বাড়ছে কু-ঋণ, যা অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করতে পারে।

অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে না পারলে আবারও লাগামহীন হতে পারে মূল্যস্ফীতি। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, বিনিয়োগ বাড়াতে চাইলে ঋণের সুদহার কমানো জরুরি। আর সুদহার কমাতে হলে স্ট্যান্ডার্ড ঋণসুবিধার হার কমাতে হবে। বর্তমানে যা রয়েছে ১১ দশমিক ৫ শতাংশ, সেটি নামিয়ে ১০ দশমিক ৫ শতাংশে আনতে হবে। এতে ধাপে ধাপে ঋণের সুদের হারও কমে আসবে।

ভোক্তা ব্যয়ের চাপ কমতে থাকায় ধীরে ধীরে শিথিল হচ্ছে আমদানি কঠোরতা। এ অবস্থায় এবারের কঠোর সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে আসার আভাস বাংলাদেশ ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত কিছুটা সংকোচনমুখী নীতি অবলম্বন করতে চাই, যাতে মূল্যস্ফীতিকে আরও কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। তবে দীর্ঘ মেয়াদে এই কঠোর নীতি থেকে বেরিয়ে আসার লক্ষ্যই আমাদের। কারণ, বিনিয়োগকে উৎসাহিত করা এখন প্রধান উদ্দেশ্য।’

নির্বাচনের তফসিল ঘোষণা হলে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে বলে আশা এই কর্মকর্তার। তিনি বলেন, নির্বাচনের আগের সময়ে বেসরকারি খাতে তেমন বিনিয়োগ হচ্ছে না। তবে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই খাতে বিনিয়োগ বাড়বে। যা দেশের অর্থনীতিকে আরও সচল করবে।