
Salma Aktar Lily and Nazma Aktar, President and General Secretary respectively.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল ১১ টায় পৌর অডিটোরিয়ামে উপজেলা এবং পৌর মহিলা দলের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নার্গিস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ.বি.এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমূখ।
সম্মেলনে উপজেলা মহিলা দলের সভাপতি পদে সালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদক পদে নার্গিস আক্তার এবং পৌর মহিলা দলের সভাপতি পদে ফারজানা সাম্মি ফ্লোরা, সম্পাদক পদে মনি বেগম এর নাম ঘোষণা করেন জেলা মহিলা দলের সভাপতি আফরোজা সীমা। - গোফরান পলাশ