News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-08-13, 5:59am

45eac7272ddfe62f4829291e6ed4f3128a528540162bd413-aacd1b1565beeedfc582525ab9b741601755043192.jpg




দেশ-বিদেশে দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন তিনি।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই আলোচনা সভার আয়োজন করে।

তারেক রহমান বলেন, স্লোগান নির্ভর রাজনীতি ফুরিয়ে এসেছে। শুধু প্রতিশ্রুতিই নয়, বাস্তবায়নের পরিকল্পনাও আছে বিএনপির।

তিনি বলেন, ‘দেশ-বিদেশে দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই আমাদের রাজনীতি। প্রতিশোধ ও প্রতিহিংসা থেকে দূরে সরে সাহস নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সামনে সম্ভাবনার দুয়ার খুলে যাবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রযুক্তি বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষায় তরুণ-যুবকদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ হওয়ার বিকল্প নেই। বিএনপি তরুণদের প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে গড়ে তোলার জন্য যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে।

জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।’