News update
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     

১৯ আগস্ট ঢাকায় সমাবেশ ও মিছিল করবে ইসলামী আন্দোলন

আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে - আইএবি ঢাকা মহানগর দক্ষিণ

রাজনীতি 2025-08-16, 10:09pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991755360595.png

Islami Andolan logo।



জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আগামী ১৯ আগস্ট মঙ্গলবার, বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

আজ বিকেলে দলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কাামল।

সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের আহ্বান জানিয়েছেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের অবস্থা ভাল নয়। চাঁদাবাজ ও দখলদারিত্ব মারাত্মক আকার ধারণ করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। এমতাবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে দেশ আরো ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হবে। - প্রেস বিজ্ঞপ্তি