News update
  • Central bank’s independence, reforms to tax laws urged     |     
  • 500 solar desalination plants for safe drinking water in coastal areas     |     
  • Four cops injured in attack during Durga Puja in Bagerhat     |     
  • 41 out of 64 districts saw killings during July Uprising: IO     |     

ধর্ম-বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে: রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-30, 5:13pm

img_20250930_171047-b7b8d4b6484be187fc2c49c31e46aeeb1759230798.jpg




ধর্ম-বর্ণ নির্বিশেষে সব অপশক্তিকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে এবারও নাশকতামূলক কাজ করার অপচেষ্টা চলছে। অপশক্তিকে প্রতিহত করা হবে। ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে কখনও কারও উপনিবেশ বানাতে দেওয়া হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে। 

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে। তবে লাভ হবে না। জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে।

এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, আগামী দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে নতুনভাবে পরিচিতি পাবে বাংলাদেশ।