News update
  • Guterres Urges Fair, Fast, Final Shift to Clean Energy     |     
  • US Shutdown Triggers Over 1,000 Flight Cancellations     |     
  • World leaders meet in Brazil to tackle global warming     |     
  • Brazil Launches Fund to Protect Forests and Fight Climate Change     |     
  • UN Warns Conflicts Are Devastating Ecosystems Worldwide     |     

ডিসেম্বরের মধ্যে সরকার পদ্ধতি বিষয়ে গণভোট গ্রহণ করার জন্য আহ্বান

রাজনীতি 2025-10-05, 2:53pm

call-from-bangladesh-samajtantrik-front-to-organise-referenndum-by-december-27eefc4efc125735abff2f29e98c33241759654383.jpg

Call from Bangladesh Samajtantrik Front to organise referenndum by December।



চার অক্টোবর ২০২৫ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক ফন্টের আহবায়ক কাজী মোস্তফা কামালের সভাপতিত্বে গণভোটের দাবিতে একটি খোলা চিঠি উপস্থাপন করেন কমরেড আব্দুল গফুর মিয়া সভাপতি বাংলাদেশের স্বাধীনতা পার্টি। গণভোটের দাবিতে বক্তব্য রাখেন ফ্রন্টের সমন্বয়ক ফয়েজ হোসেন, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এসএম হানিফুল কবির।

 খোলা চিঠিতে আগামী ডিসেম্বরের মধ্যে নিম্নোক্ত বিষয়ে গণভোট গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 ২০২৪ সনে বীর জনতা শেখ হাসিনার দুর্গ গণভবনের পতন ঘটিয়েছে। জনগণকে অন্তবর্তী কালীন সরকার তুচ্ছ তাচ্ছিল্য করছে। এমতাবস্তায় ডঃ ইউনুস সরকারের প্রতি জনগণের আস্থা আছে কিনা কত দিন পর্যন্ত জনগণ এ সরকারকে চান, রাষ্ট্রপতির প্রতি জনগণের আস্থা আছে কিনা,কে হবে পরবর্তী রাষ্ট্রপতি,বর্তমান সেনাপতিকে জনগণ চায় কিনা, কে হবেন পরবর্তী সেনাপতি,বর্তমান সংবিধান জনগণ বাতিল করতে চাই কিনা, অন্তর্বর্তীকালীন সংবিধানে  মৌলিক অধিকার গ্যারান্টি সহ সংবিধান যায় কিনা,

 পার্লামেন্টারি না প্রেসিডেন্সিয়াল কোন পদ্ধতির সরকার গঠিত হবে জনগণ কি চায়,  বিপ্লবী সরকার জনগণ চায় কিনা.  ন্যায়বিচার দ্রুত বিচার জনগণ চায় কিনা,  গণআদালত চাই কিনা।

 আগামী নভেম্বরর মাসের মধ্যে সরকারের নিকট এসকল বিষয়ে সুস্পষ্ট  ঘোষণা দাবি করছে  এর ধারাবাহিকতায় সমাজতান্ত্রিক ফ্রন্ট পরবর্তী কর্মসূচি প্রদান করবে। - প্রেস বিজ্ঞপ্তি