আসন্ন নির্বাচনে শিক্ষক-কর্মচারীসহ সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শিক্ষক মহাসমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি সবার সহযোগিতা চান।
তারেক রহমান বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চায়।
এ সময় জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত ও জাতীয়করণের লক্ষ্যে উচ্চপর্যায়ের কমিশন গঠনেরও অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র চলছে, যা মোকাবিলায় শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি৷