
BNP leader ABM Mosharraf Hossain speaking at a rally in Kalapara on Sunday.
পটুয়াখালী: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ এবার কিন্তু ব্যালটে নৌকা মার্কা থাকবে না, তাই উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে সবাই ধানের শীষে ভোট দিন। এই এলাকার উন্নয়ন করতে ধানের শীষের প্রার্থী কে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।’ মোশাররফ হোসেন আরও বলেন, ‘ আমরা আল্লাহ তায়ালার ওপর বিশ্বাস রাখি। পবিত্র কোরআন এবং আল্লাহর রাসুলকে বিশ্বাস করি। আমরা ধর্মভীরু। অথচ আমাদের সাধারণ ভোটারদের কাছে এখন দুই টা দল ধর্মের দোহাই দিয়ে ভোট চায়।'
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ পাখা ও দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি নবী ভোট পাবেন, কিংবা বেহেশতে যাওয়া যায়- ভোটের জন্য এমন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এরা মুসলমান নামের ভন্ড।’ এর থেকে সবাই কে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানান তিনি। এবিএম মোশাররফ হোসেন আজ রবিবার দুপুরে লালুয়ার বানাতি বাজারে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি এসময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রতিশ্রুতি দেন আগামী দিনে এলাকার সকল ধরনের উন্নয়ন করার।
লালুয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫ উপলক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, মহিলা দলের নেত্রী সাবেরা আক্তার কনিকা । সম্মেলনের উদ্বোধক ছিলেন মহিলা দলের নেত্রী সালমা আক্তার লিলি। অন্যতম বক্তা ছিলেন ফাতেমা নাসরিন সীমা।
সভায় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমূখ। - গোফরান পলাশ