News update
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     
  • Govt Defends Prof Yunus’ Backing of ‘Yes’ Vote     |     
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     

সিলেট গণভোটের সাক্ষী আনোয়ারউদ্দিন বোরহানাবাদীর ইন্তেকাল, মুসলিম লীগের শোক

রাজনীতি 2025-12-15, 10:24pm

late-anwar-uddin-burhanabadi-witness-to-the-sylhet-referendum-6c4c84a45ae0d9b494a61d279477fcdd1765815845.png

Late Anwar Uddin Burhanabadi, witness to the Sylhet referendum.



সিলেট গণভোটের সাক্ষী ও সক্রিয় কর্মী, বাংলাদেশ মুসলিম লীগ উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য প্রবীণ নেতা আনোয়ার উদ্দিন বোরহানাবাদী (৯৫) আজ (১৫. ১২.২০২৫) সকাল ৯.০০টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজীউন। বাদ আছর বুরাহানউদ্দিন মাজার মসজিদে নামাজের জানাজা শেষে তাকে মাজারের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ১৯৪৭এ সিলেট অঞ্চল পাকিস্তানে অন্তর্ভুক্তির গণভোটে তিনি একজন তরুণ মুসলিম লীগের কর্মী হিসাবে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তখন থেকেই দীর্ঘ ৭৮বছরে তিনি এক মুহূর্তের জন্যও আদর্শচ্যুত না হয়ে মুসলিম জাতিসত্তা রাজনৈতিক আদর্শ অনুসরণ করে গেছেন। ২০১৮সালের জাতীয় নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে মুসলিম লীগের প্রার্থী ছিলেন, সিলেট বিভাগীয় মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক ও সর্বশেষে দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। তিনি কুশিঘাট বুরহানাবাদ এলাকার মরহুম আব্দুন নুর সাহেবের তৃতীয় পুত্র। কর্মজীবনে তিনি হাজী আব্দুস সাত্তার হাইস্কুলের প্রধান শিক্ষক, সিলেট স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইন্সপেক্টর, আনোয়ার লাইব্রেরী এন্ড পাবলিকেশন্সের মালিক ছিলেন। এছাড়াও তিনি সিলেটের ইতিহাস ও ছিলটি নাগরী হরফ রক্ষা নিয়ে অনেক গবেষণামূলক কাজ করে গেছেন। 

দীর্ঘদিনের সহকর্মী জনাব আনোয়ার উদ্দিন বোরহানাবাদীর অকাল মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগের অস্থায়ী সভাপতি ওয়াজির আলী মোড়ল ও মহাসচিব কাজী আবুল খায়ের সহ দলীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি