News update
  • 2,582 candidates submit nomination papers for Bangladesh polls     |     
  • Tarique Urges Collective Effort to Rebuild Bangladesh     |     
  • US Pledges $2 Billion for UN Humanitarian Aid, Covers Bangladesh     |     
  • Postal Ballots Sent to Over 376,000 Bangladeshi Voters Abroad     |     
  • Arms smuggling attempts rise ahead of BD polls: Home Adviser     |     

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-29, 6:21pm

266e58752b5ebba93314f7444c37859f1af2fb5424f7410c-e40304b327e836074e9d14c566bccd3f1767010906.jpg




আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে তার পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এ সময়  এহসানুল মাহবুব জুবায়ের জানান, দেশের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে দৃঢ় করতে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, আমরা সবসময় জনগণের ভোটাধিকারকে সম্মান করি। এই নির্বাচনে জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অংশগ্রহণ করা আমাদের দায়বদ্ধতা। বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে ইসিতে। 

এগারো দলীয় জোট হচ্ছে জামায়াতে ইসলামী বলেও জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

এর আগে এ একই আসনে মনোনয়নপত্র জমা  দেন বিএনপি থেকে মনোনীত সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগরের যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।

এদিন আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৩ ও ১৫ এর রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।