বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও সতর্ক করে দিয়েছে যে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে এবং এই সংখ্যা হ্রাসের জন্য কর্মপন্থা গ্রহণের আহ্বান সংস্থা জানাচ্ছে।
নিয়মিত এক সংবাদ সম্মেলনে বুধবার, ডব্লিউএইচও’র মহাপরিচলক তেদ্রোস আদহানোম ঘেব্রেইয়েসুস বলেন, প্রতি সপ্তাহে বিশ্বব্যাপী প্রকাশিত আক্রান্তের সংখ্যা গত দুই সপ্তাহে প্রায় ৩০% বেড়েছে।
তিনি উল্লেখ করেন যে ওমিক্রনের উপ-ধরন বিএ.৪ এবং বিএ.৫ ইউরোপ ও আমেরিকায় আধিপত্য বিস্তার করছে।
তিনি বলেন, অনেক দেশেই ভাইরাসের পরীক্ষার সংখ্যা কমে যাওয়ায় প্রকৃত ছবি তা আড়াল করে রাখছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।