News update
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     

বিশ্বস্বাস্থ্য সংস্থা জীবন রক্ষাকারী ইবোলার ওষুধ অনুমোদন করেছে

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2022-08-20, 8:27am

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951660962432.jpeg




বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে দুটি মোনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত অনেক মানুষের জীবন বাঁচাতে কার্যকর।

এই পদক্ষেপটি নেয়া হয়েছে একটি পদ্ধতিগত পর্যালোচনা এবং মানুষের ওপরে রোগ নিরাময়ের নানা উপায় পরীক্ষামূলক বিশ্লেষণ করার পরে।

ডব্লিউএইচও-র ক্লিনিকাল কেয়ার (চিকিৎসা পরিষেবা) দলের নেতৃত্ব দিচ্ছেন জ্যানেট ডিয়াজ। তিনি বলেন,মানুষের উপরে দুটি পরীক্ষামূলক গবেষণা চালানোর পরে যে শক্ত প্রমাণ মিলেছে তার উপরে ভিত্তি করে ঐ সুপারিশগুলি করা হয়েছে। ২০১৮ এবং ২০১৯ সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সবচেয়ে বড় পরীক্ষামূলক কাজটি করা হয়েছিল।

তিনি বলেন, ইবোলা প্রাদুর্ভাবের সময় এই পরীক্ষাগুলি পরিচালনা করা হয়েছিল এটাই দেখার জন্য যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মান নিয়ন্ত্রণের পরীক্ষাগুলি করা যেতে পারে।

"সংমিশ্রিত প্রমাণ এই নির্দেশিকাটি দিচ্ছে যে mAb114 এবং Regeneron-EB3- মৃত্যুর হারকে হ্রাস করে। তূলনামুলক ভাবে প্রায় ৬০ শতাংশ ঝুঁকি হ্রাস করতোযাতে প্রতি ১,০০০ জন রোগীর মধ্যে ২৩০ থেকে ৪০০ জনের জীবন বাঁচানো যায়।

ভাইরাল জাতীয় ইবোলা জ্বর ছড়ায় ইবোলায় আক্রান্ত ব্যক্তির রক্ত বা এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এমন রোগীর শরীরের তরল পদার্থের মাধ্যমে। ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে পশ্চিম আফ্রিকায় সবচেয়ে ভয়াবহ ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। ঐ প্রাদুর্ভাবে প্রায় ২৯,০০০ মানুষ আক্রান্ত হয়, যার মধ্যে ১১,৩০০ এরও বেশি লোক মারা যায়।

ডিয়াজ মোনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপিউটিক্সের বিকাশকে একটি খুব গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেছেন। তবে, তিনি উল্লেখ করেন যে কেবলমাত্র ওষুধই এর সমাধান নয়। তিনি বলেন,সার্বিকভাবে একটি বিস্তৃত চিকিৎসাদানের পাশাপাশি,হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রেই এর চিকিৎসা দেওয়া উচিত।

"এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রাথমিক পর্যায়ে দ্রুত রোগ নির্ণয় যাতে চিকিৎসা দেওয়া যায় এবং সংক্রমণ বন্ধ করার জন্য যথাযথ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বাস্তবায়ন। এবং একই সময় অন্যান্য সংক্রমণের চিকিৎসা এবং পুষ্টি, মানসিক-সামাজিক সাহায্য প্রদান এবং চিকিৎসা কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার পরে অবশ্যই পরিষেবা প্রদানের ব্যবস্থা রাখতে হবে।

ডিয়াজ বলেছেন যে দুটি প্রস্তাবিত চিকিৎসার সুপারিশ করা হয়েছে তা সব বয়সের মানুষের জন্য সুস্পষ্ট ভাবেই উপকারী। তিনি বলেন, নিশ্চিতভাবে ইবোলা ভাইরাসে আক্রান্ত সমস্ত রোগীর উপরে তা ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, বয়স্ক, গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো নারী, শিশু এবং জন্মের পর প্রথম সাত দিনের মধ্যে নিশ্চিত ইবোলা আক্রান্ত মায়েদের গর্ভে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।