News update
  • Dhaka set for most transparent election: Yunus tells global leaders     |     
  • Prof Yunus seeks WTO support for Dhaka’s smooth LDC graduation     |     
  • Smear campaigns being carried out to eliminate BNP: Rizvi     |     
  • Prof Yunus Urges Economy Focused on Social Good, not Wealth     |     
  • Dembele crowned king: PSG star wins Ballon d’Or     |     

এক সপ্তাহে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-08-15, 11:44pm

img_20250815_234220-141753f1206b242c65971cbea8e8dac41755279890.jpg




দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু এবং দুই হাজার ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ৯ আগস্ট ডেঙ্গুতে তিনজনের মৃত্যু এবং ৩২৫ জন হাসপাতালে, ১০ আগস্ট তিনজনের মৃত্যু এবং ৪৪৮ জন হাসপাতালে, ১১ আগস্ট একজনের মৃত্যু এবং ৪৩৪ জন হাসপাতালে, ১২ আগস্ট একজনের মৃত্যু এবং ৩৮২ জন হাসপাতালে, ১৩ আগস্ট একজনের মৃত্যু এবং ৩২৫ জন হাসপাতালে, ১৪ আগস্ট কারও মৃত্যু না হলেও ২৫২ জন হাসপাতালে, ১৫ আগস্ট কারও মৃত্যু না হলেও ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৪১০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৯৯৮ জন। মারা গেছেন ৯৫ জন।

এ ছাড়া জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে, যা ছিল চলতি বছরে একমাসে সর্বোচ্চ। 

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।