News update
  • Rains likely across Bangladesh Monday     |     
  • Dhaka seeks duty-free access for key exports to US     |     
  • Dhaka’s air against worst in the world on Sunday     |     
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     

কুইজ সহশিক্ষা কার্যক্রমের একটি শক্তিশালী উপাদান

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2023-01-28, 6:41pm

resize-350x230x0x0-image-209411-1674908342-b942ee608dd206c962c6c1fd5cd5ecec1674909687.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, কুইজ সহশিক্ষা কার্যক্রমের একটি শক্তিশালী উপাদান ও জ্ঞান চর্চার পাশাপাশি আনন্দদায়ক একটি বিষয়।

শনিবার (২৮ জানুয়ারি) হল মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল কুইজ ক্লাবের উদ্যোগে ‘মৈত্রী হল কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়।

ড. মো. আখতারুজ্জামান বলেন, অন্তর্ভুক্তিমূলক ও গুণগত মানসম্পন্ন সমাজ বিনির্মাণে কুইজ চর্চার গুরুত্ব অনেক। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের প্রয়াস অব্যাহত রাখা জরুরি। এ জন্য কুইজ প্রতিযোগিতা নিয়মিত হওয়া প্রয়োজন।

এ সময় তিনি সততা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে টেকসই জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কুইজ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল এবং ৭০টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

হল কুইজ ক্লাব সভাপতি এ এইচ এম নূরে হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার, ঢাবি কুইজ সোসাইটির (ডিইউকিউএস) মডারেটর অধ্যাপক ড. মুহম্মদ মাহবুবুর রহমান ও ড. রায়হান সরকার, মৈত্রী হল কুইজ ক্লাবের মডারেটর হামিদা আক্তার, ডিইউকিউএস-এর সভাপতি রিমন আল মাহদী এবং সাধারণ সম্পাদক শোয়াইব রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, হল ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা কথা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখিসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষক প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।