News update
  • BGMEA says Mirpur fire was not in formal apparel sector units     |     
  • Fire at Shialbari Mirpur, Dhaka chemical godown under control      |     
  • Khaleda admitted to Evercare for health check-ups     |     
  • Record-breaking CO₂ surge in 2024 threatens global warming: UN     |     
  • Dhaka stocks tumble as DSEX plunges 80 points     |     

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: আগামী সপ্তাহে প্রথম ধাপের চূড়ান্ত ফল

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2024-02-14, 9:18am

iayuawa-1094abdeadf4a14ca5429763e5a092481707880752.png




সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হতে পারে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলছেন, প্রথম ধাপের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ, এখন যাচাই-বাছাই চলছে।

ফরিদ আহাম্মদ বলেন, ত্রুটি-বিচ্যুতির কারণে কেউ যেন বঞ্চিত না হয়, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষে ফল প্রকাশ করা হতে পারে। সেটা এ সপ্তাহে কিংবা আগামী সপ্তাহেও হতে পারে। তবে আগামী সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

এর আগে ২০ ডিসেম্বর সন্ধ্যায় প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে নির্বাচিত হন ৯ হাজার ৩৩৭ জন। গত ৩১ জানুয়ারি পর্যন্ত নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নির্বাচিত ওই প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

অপরদিকেগত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের ২২ জেলায়। এ ধাপে প্রার্থী ছিল ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এরপর অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা।

দ্বিতীয় ধাপে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা শেষে মার্চে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তৃতীয় ধাপে অংশ নেবেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা। এ ধাপে ৩ লাখ ৪৯ হাজার ৪৩৮ জন প্রার্থী আবেদন করেছেন । তথ্য সূত্র আরটিভি নিউজ।