News update
  • Dhaka’s Per Capita Income Rises to USD 5,163     |     
  • DSE turnover dips 18% despite weekly gains in key indices     |     
  • 65 Nations Sign UN Treaty to Combat Cybercrime Globally     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ 5th worst in world Saturday     |     
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     

নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিকে প্রধান শিক্ষকদের বেতন কত

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-10-22, 8:53pm

rewrewrewrwqee-90e2471f21367cfbbc35a22718495df11761144790.jpg




নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনসহ নিয়োগের বিস্তারিত ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। 

শিক্ষাজীবনে প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা আর প্রশিক্ষণবিহীনদের জন্য ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ২৩০ টাকা। এ ছাড়া যোগ্যতা ও পরীক্ষার বিস্তারিতও উল্লেখ করা হয়েছে।

আবেদনে যোগ্যতা ও বেতন গ্রেড

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেউ চাকরি পেলে প্রশিক্ষণপ্রাপ্তদের বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের বেতন স্কেল ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ২৩০ টাকা।

পরীক্ষার পদ্ধতি

প্রধান শিক্ষক নিয়োগের জন্য মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ৯০ নম্বরের হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) থেকে প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষায় পাস করতে হলে সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।আরটিভি