News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

এক প্রতিষ্ঠান ও ২০ ব্যক্তি পাচ্ছেন শিল্পকলা পদক

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-01-15, 11:15pm

images-40-369e9a8df88e466cdcdee757c2ab99621705338996.jpeg




শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১২টি ক্ষেত্রের মধ্যে ১০টিতে ২০ জন গুণী শিল্পী ও এক প্রতিষ্ঠান ২০২১ এবং ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন।

সোমবার (১৫ জানুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২১ সালে প্রতিষ্ঠান হিসেবে পদক পাচ্ছে সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। ব্যক্তিদের মধ্যে যন্ত্রসঙ্গীতে মো. নূরুজ্জামান, নৃত্যকলায় শারমীন হোসেন, কণ্ঠসংগীতে সাদি মহম্মদ, চারুকলায় শিল্পী বীরেন সোম, নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম, লোকসংস্কৃতিতে মো. নহীর উদ্দিন, চলচ্চিত্রে ড. মতিন রহমান, আবৃত্তিতে কাজী মদিনা, যাত্রাশিল্পী ক্যাটাগরীতে এম এ মজিদ পদক পাচ্ছেন।

২০২২ সালে যন্ত্রসঙ্গীতে ফোয়াদ নাসের, নৃত্যকলায় সাজু আহম্মেদ, কণ্ঠসংগীতে এলেন মল্লিক, চারুকলায় অধ্যাপক অলক রায়, নাট্যকলায় খায়রুল আলম সবুজ, লোক সংস্কৃতিতে সুনীল কর্মকার, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম, আবৃত্তিতে মীর বরকতে রহমান, যাত্রাশিল্পে অরুণা বিশ্বাস এবং সৃজনশীল ক্যাটাগরিতে সাংস্কৃতিক গবেষক ড. সফিউদ্দিন আহমদ পদক পাচ্ছেন।

উল্লেখ্য, বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে শিল্পকলা পদক প্রবর্তন একটি অনন্য পদক্ষেপ। গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় ২০১৩ সাল থেকে এ পদক দেওয়া হচ্ছে। মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১টি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাম এবং মনোগ্রাম সম্বলিত স্বর্ণ পদক, সনদপত্র এবং ১ লাখ টাকার চেক প্রদান করা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।