News update
  • Dhaka’s air against worst in the world on Sunday     |     
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     

ঢাকায় রাশিয়ান হাউসে “বিজয় ডিক্টেশন” অনুষ্ঠিত

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-04-27, 5:08pm

img_20240427_170422-7d8b71a7a279f91411039c039b7232ea1714216082.jpg




ঢাকার রাশিয়ান হাউসে ২৬ এপ্রিল "বিজয় ডিক্টেশন" ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে । এটি ১৯৪১-১৯৪৫ সালের মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের আসন্ন ৭৯তম বার্ষিকীর স্মরণে অনুষ্ঠিত হয়।

ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দ্ভইচেনকভ তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, মহান দেশপ্রেমিক যুদ্ধের ইতিহাস অধ্যয়ন এবং ঐতিহাসিক সাক্ষরতা বৃদ্ধির জন্য সাধারণ জনগণকে আকৃষ্ট করার জন্য এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে।

৪০ জন অংশগ্রহণকারী তাদের মধ্যে স্কুলছাত্র, ছাত্র, সাংবাদিক, ইত্যাদি ডিক্টেশনে অংশ নিয়েছিল। "বিজয় ডিক্টেশন" পরীক্ষার আকারে পরিচালিত হয়েছিল। ৪৫ মিনিটে, অংশগ্রহণকারীদের ২৫টি প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের স্মারক সনদ প্রদান করা হয়।