News update
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     

স্লাভিক বর্ণমালা ও সংস্কৃতি দিবস উদযাপন

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-05-24, 4:23pm

erteryery-55df00d62272eade45d6d842c7955a2b1716546214.jpg




ঢাকাস্থ রাশিয়ান হাউস, মহাখালি উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায়, ২৩ মে ২০২৪, স্লাভিক বর্ণমালা ও সংস্কৃতি দিবসকে উৎসর্গ করে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পি. দ্ভইচেনকভ শিক্ষার্থীদের  ঐতিহাসিক দিনটির ইতিহাস সম্পর্কে অবহিত করে বলেন এই দিনটি  ১৯ শতকের  গির্জার ঐতিহ্যেকে বহন করে  এবং প্রতি বছর মে মাসে কিরিল ও মিফুদি   স্মরণে দিবসটি পালন করা হয় । 

স্লাভিক সাহিত্য ও সংস্কৃতি দিবস উদযাপনের অংশ হিসাবে স্কুল শিক্ষার্থীদের জন্য রাশিয়ান বর্ণমালার অক্ষর লেখার উপর একটি সৃজনশীল ক্লাস অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে কিরিল ও মিফুদির  আবিস্কৃত স্লাভিক বর্ণমালার উপর প্রেজেন্টেশন দেখানো হয়। 

অনুষ্ঠানে ২০০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে স্যুভেনির উপহার দেওয়া হয়।