News update
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     

আনা আন্দ্রেভনা আখমাতোভার ১৩৫তম জন্মবার্ষিকী উদযাপন

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-07-10, 10:45pm

dfafafas-f0e75ffdae27d710d938bfe0b584f3c11720629907.jpg




ঢাকাস্থ রাশিয়ান হাউস ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইডিইবি) এর  সহযোগিতায় ৯ জুলাই ২০২৪ রৌপ্য যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত আনা আন্দ্রেভনা আখমাতোভার ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক জনাব পি দ্ভভইচেনকভ তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে, ২৩ জুন ২০২৪ তারিখে এ. আখমাতোভার ১৩৫তম জন্মবার্ষিকী ছিল। গভীর আবেগ ও চমৎকার চিত্রকল্পে সম্পৃক্ত তার কবিতা কোটি কোটি পাঠকের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। তার অত্যন্ত আন্তরিকতা এবং কবিতাকে একটি "পবিত্র নৈপুণ্য" হিসাবে দেখার জন্য পরিচিত, আখমাতোভা তার স্বদেশ, এর ইতিহাস এবং সংস্কৃতির সাথে গভীর সংযোগ বজায় রেখেছিলেন। শব্দের সাথে তার গুণাবলী এবং তার মাতৃভাষার অনবদ্য দখল তার কবিতাকে অমর রাশিয়ান সাহিত্যের শ্রেষ্ঠ অবদানগুলির মধ্যে স্থান দেয়। আনা আখমাতোভা ধৈর্য এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসাবে দাঁড়িয়েছেন।

অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউজের রুশ ভাষা কোর্সের শিক্ষার্থী ও রুশ স্বদেশবাসীরা এ. আখমাতোভার জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং রুশ ও বাংলায় তার কবিতা আবৃত্তি করেন। উপরন্তু, অংশগ্রহণকারীরা আন্না আখমাতোভার জীবনের গুরুত্বপূর্ণ মুহুর্তগুলি নিয়ে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উপভোগ করেন।

অনুষ্ঠানের অংশ হিসাবে দর্শকরা সয়ুজমুল্টফিল্ম স্টুডিও থেকে ১৯৭৯ সালের কার্টুনের উপর ভিত্তি করে ইলিয়া উচিটেল পরিচালিত "ফ্লাইং শিপ" নামের একটি রাশিয়ান সঙ্গীতধর্মী রূপকথা চলচ্চিত্র উপভোগ করেন।