লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় ঢাকাস্থ রাশিয়ান হাউস মহাকাশে স্পুটনিক-১ উড্ডয়নের ৬৭তম বার্ষিকী উপলক্ষে নিবেদিত রাশিয়ান ডকুমেন্টারি "বিগ রাশিয়ানস: সিওলকোভস্কির উইন্ড টানেল" এর একটি প্রদর্শনীর ২৫ অক্টোবর আয়োজন করে।
স্ক্রিনিংয়ের পরে স্কুলের শিক্ষার্থীদের জন্য গোরাদকি একটি খেলার আয়োজন করা হয় – এটি একটি পুরানো রাশিয়ান লোকজ খেলা, যেখানে নির্দিষ্ট দূরত্ব থেকে একটি ব্যাট নিক্ষেপ করে বিভিন্ন ফিগারকে "নক আউট" করতে হয়।
বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা ৩টি দলে বিভক্ত হয়ে বিজয়ের উদ্দেশে অত্যন্ত আনন্দের সাথে খেলায় অংশগ্রহণ করেন। বিজয়ীদের অংশগ্রহণের জন্য স্মারক সনদ প্রদান করা হয়।