News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

লালন উৎসব ও লালন মেলার উদ্বোধন আজ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) শিল্প-কারুশিল্প 2025-10-17, 8:14am

lalon_0-5d34b80d77547d6c460d4d547e7d63931760667299.jpg




প্রথমবারের মতো লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সারা দেশে একযোগে লালন উৎসব ও লালন মেলার উদ্বোধন হবে।

কুষ্টিয়া ও ঢাকার আয়োজনের পাশাপাশি এবারই প্রথম দেশের ৬৪টি জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা পালিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুষ্টিয়া ও ঢাকায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) থেকে রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসব ও লালন মেলা উদযাপিত হবে।

কুষ্টিয়ায় লালনের ভাব-দর্শন চর্চা, লালন সংগীতানুষ্ঠান ও লালন মেলার আয়োজন করা হয়েছে। ওইদিন বিকেল ৪টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন ধামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তৃতা করবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

লালন বক্তৃতায় মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এছাড়া বক্তৃতায় অংশ নেবেন কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভাবগীতির সুর আর গানের বাণীতে মুখরিত হবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ সারা দেশ থেকে আগত বাউল-ফকিররা গান পরিবেশন করবেন।

১৮ ও ১৯ অক্টোবরেও সারা দেশ থেকে আগত বাউল-ফকিরদের গানে মুখরিত থাকবে ছেউড়িয়ার লালন মেলা প্রাঙ্গণ।

কুষ্টিয়ার পাশাপাশি শনিবার (১৮ অক্টোবর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হবে লালন উৎসব ও লালন মেলা। এই উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও সংগীতদল।