ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (ঊষা) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিফ আল আজাদকে সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (৩ জুলাই) ৬৯ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি কাজী মাহিন আহমেদ, সহসভাপতি ওয়ালিদ আহমেদ, মিরাজ পারভেজ শুভ, নাজমুল হাসান সজীব, জান্নাতুল ফেরদৌস, আফসানা আরাবী, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক রকি, তামিম তাহসিন, অনন্যা বিশ্বাস রাত্রি, তাসনিম সাইফ, মীর আল মামুন, শিবলী রহমান পাভেল। সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউজ্জামান সোহান, সহ-সাংগঠনিক সম্পাদক হবিবুর রহমান, সাকিন তানভীন অংকন, মনিরা ইয়াসমিন, মাহমুদা জহুরত পাখি, সুমাইয়া শাকিরা, নুসরাত জাহান নিশি, শফিকুল ইসলাম, মোসতাক মাহমুদ তৌফিক, বি এম সাকিব শাহরিয়ার, আব্দুল্লাহ আল সাদাত, শাহরিয়ার লিয়ন,
কমিটিতে সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন মাইশা কাশফিয়া অদ্রি, ক্রীড়া সম্পাদক আহাদুজ্জামান এলিট, সহ-ক্রীড়া সম্পাদক প্রান্ত বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক বাসুদেব দাস, সহ-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাবিহা সুলতানা মুন্নী, প্রচার সম্পাদক কে এম ইয়াকিন আরাফাত, সহ-প্রচার সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক শাহরিয়ার লিমন, সহ-দপ্তর সম্পাদক মো. শামীম আক্তার, কোষাধ্যক্ষ তানজিল হোসেন সানমুন, সহ-কোষাধ্যক্ষ মুয়াজ বিন সাইফুল, ছাত্রীবিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন অর্পা, সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার সালমা, কার্যকরী সদস্য মো. সম্রাট আকবর ও রাসেল মাহমুদ। এ ছাড়াও কমিটিতে ২৮ জনকে সাধারণ সদস্য করা হয়েছে।
প্রসঙ্গত, ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা)। শিক্ষার্থীদের এ সংগঠনটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।