News update
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     
  • Project to transform N’ganj into a climate-resilient green city     |     
  • Sustainable, rights-based solutions to Rohingya crisis urged     |     

সন্তান-সম শিক্ষার্থীদের যৌক্তিক দাবী-দাওয়া মেনে নিন - মুসলিম লীগ

সংগঠন সংবাদ 2021-12-05, 1:07pm

Adv Badruddoza Suja



সন্তান-সম শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও অর্ধেক ভাড়ার দাবী ন্যায়সঙ্গত ও অধিকারমূলক। তাদের যৌক্তিক দাবী অবিলম্বে সরকারী প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নেয়ার দাবী জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। আজ (০৪ ডিসেম্বর, ২০২১) সকাল ১১.০০টায় বাংলাদেশ মুসলিম লীগের ঢাকায় উপস্থিত নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় দলীয় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। সভাপতি এড. বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, এড. জসীমউদ্দিন, অতিঃ মহাসচিব আকবর হোসেন পাঠান, কাজী এ.এ কাফী, কেন্দ্রীয় নেতা এড. আফতাব হোসেন মোল্লা, এড. হাবিবুর রহমান, এড. আবু সাঈদ মোল্লা, এস.এম আনিসুজ্জামান মানিক, মোঃ নূর আলম, আব্দুল আলিম, মোঃ মামুন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষত নিরাপদ সড়কের দাবীতে তাদের বারবার রাস্তায় নামতে হচ্ছে, যা কারও কাম্য নয়। এ বিষয়ে স্থায়ী সমাধান দরকার। অপরদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে তেলের দাম বৃদ্ধিজনিত কারণে বাস ভাড়া আরেক দফা বৃদ্ধি পাওয়াতে নি¤œবিত্ত- মধ্যবিত্ত পরিবারগুলো সহ সকল শিক্ষার্থীরাই প্রত্যহ যাতায়াত ব্যয় মেটাতে হিমসিম খেয়ে যাচ্ছে।

এমতাবস্থায় গণ-পরিবহনে ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়ার দাবী যৌক্তিক ও সময়োপযোগী বিধায় অবিলম্বে তাদের দাবী মেনে নেয়ার জোর দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। সভায় সাংগঠনিক আলোচনার পাশাপাশি আগামী ৩০ ডিসেম্বর মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির সভা ও ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। - প্রেস বিজ্ঞপ্তি

সংবাদ প্রেরক - কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব - ০১৮১৭০১৪৪৪০