News update
  • Concerns grow over Rooppur NPP’s viability for high costs     |     
  • Fire Breaks Out at Ctg Towel Warehouse, Contained After Hour     |     
  • Independence Day parade planned in all districts sans Dhaka     |     
  • 32 Dead as US Storm Brings Tornadoes and Wildfires     |     
  • UNRWA Situation Report #163 on Crisis in Gaza and West Bank     |     

চাঁদের হাটের নতুন কমিটি - সাইফুল আলম মুরশেদ সভাপতি, মুফদি সাধারণ সম্পাদক

সংগঠন সংবাদ 2023-09-24, 12:03am

the-6th-national-conference-of-chander-hat-was-held-on-friday-sept-23-2023-e3ceec4ccbdc6ff5f18801bc6cc31ff71695492217.jpg

The 6th National Conference of Chander Hat was held on Friday Sept 23, 2023.



চাঁদের জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের ষষ্ঠ জাতীয় সম্মেলনে কবি ও কথাশিল্পী মুজতবা আহমেদ মুরশেদ সভাপতি ও দৈনিক আনন্দবাজার সম্পাদক মুফদি আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়েছে। সংগঠনের জাতীয় প্রেসিডিয়াম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম।

২২ সেপ্টেম্বর, শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে দিনব্যাপী আয়োজিত সম্মেলনে সারাদেশের সংগঠনের শাখাগুলো থেকে ৩ শতাধিক সদস্য ও কাউন্সিলর অংশ নেয়। কাউন্সিল শেষে রাতে কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এম পি।

জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মুফদি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসিডিয়াম চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া পিন্টু, উপদেষ্টা সাইফুল আলম, আল তারেক, দিদারুল আলম, এস এম ফরিদউদ্দিন, জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক জামিউর রহমান লেমন, সহ সভাপতি মুজতবা আহমেদ মুরশেদ, নজরুল ইসলাম চুন্নু প্রমুখ।

সম্মেলনে কাউন্সিল দ্বারা নবনির্বাচিত কার্যকরী কমিটিতে যারা রয়েছেন সহ সভাপতি শায়লা রহমান লিপি, এড. মাসুদ হুসায়েন, সাজ্জাদ আলম তপু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, মো. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক কমরউদ্দীন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মামুন গাজী, অর্থ সম্পাদক খন্দকার রিয়াজ হোসেন, সহ অর্থ সম্পাদক সামীউল আবেদ সুমন, প্রচার ও যোগাযোগ সম্পাদক বাদশাহ গাজী, সহ প্রচার ও যোগাযোগ সম্পাদক সালেহ আহমেদ বাবু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মলয় দস্তিদার, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক পাপিয়া কর, শিল্প কর্ম সম্পাদক সজল ভদ্র, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো.সাদিকুল্লাহ খান, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শারমিন আক্তার ইমা, ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক আনিসুল মাওলা রতন, সহ ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক হাসানুর রহমান কনক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক এ এইচ এম বজলুর রহমান, সহ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাপলা মৃধা, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক এমদাদুল হক পলাশ, সহ পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক আরাফাত মৃধা, দফতর ও পাঠাগার সম্পাদক খন্দকার মাজহারুল ইসলাম রাসু, সহ দফতর ও পাঠাগার সম্পাদক মো. মনিরুজ্জামান, সদস্য আবুল কালাম আজাদ খান, গোলাম কিবরিয়া মুরাদ, আবু মোহাম্মদ মোকাম্মেল ছোটন, মো: আনোয়ারুল করিম, সালাউদ্দিন বাবলু, কামাল হোসেন মিন্টু।প্রেসিডিয়াম সদস্য ফরিদ আহমেদ, মাহমুদা আকতার মিনা, জামিউর রহমান লেমন, শামীম পারভেজ, ইয়াহিয়া সোহেল, আমিরুল ইসলাম, ফৌজিয়া বেগম মায়া।উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ জাকারিয়া পিন্টু, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন, ইমদাদুল হক মিলন, আব্দুর রহমান, মাহমুদ দিদার, খন্দকার আলমগীর, আল তারেক, দিদারুল আলম, এস এম ফরিদউদ্দিন, সৈয়দ মাহফুজ উন নবী ।

বার্তা প্রেরক (মুফদি আহমেদ) সাধারণ সম্পাদক চাঁদের মোবাইল ০১৯১১৩৫২৫১১