News update
  • Nearly 13m displaced people at health risk for funding cuts     |     
  • Sustained support must to prevent disaster for Rohingya refugees     |     
  • UN rights chief condemns extrajudicial killings in Khartoum     |     
  • BNP stance on reforms: Vested quarter spreads misinfo; Fakhrul     |     
  • New Secy-Gen Shirley Botchwey pledges to advance Co’wealth values in divided world     |     

তানজিন তিশা ইস্যু : ডিরেক্টরস গিল্ডের প্রতি গণমাধ্যমকর্মীদের আহ্বান

গ্রীণওয়াচ ডেক্স সংগঠন সংবাদ 2023-11-22, 10:46pm

resize-350x230x0x0-image-248989-1700661423-f47c3863b787204bb174d184a00f6dac1700671597.jpg




গণমাধ্যমকর্মীদের সাথে অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তানজিন তিশাকে সব ধরনের নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশের গণমাধ্যমকর্মীরা।

বুধবার (২২ নভেম্বর) ডিরেক্টরস গিল্ডের কাছে এক বিবৃতিতে এই আহ্বান জানান গণমাধ্যমকর্মীরা। তারা বলেন, তানজিন তিশা যতদিন পর্যন্ত নিঃশর্ত ক্ষমা না চায় ও ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবে না বলে অঙ্গীকার প্রদান না করে, ততদিন পর্যন্ত আপনারা তাকে নিয়ে সব ধরণের নির্মাণ থেকে বিরত থাকবেন বলে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান।

গণমাধ্যমকর্মী ও নির্মাতারা একে অপরের পরিপূরক বলে শিল্পী ও সাংবাদিক দ্বন্দের এই দুঃসময়ে আপনারা গণমাধ্যমকর্মীদের যৌক্তিক দাবির সাথে সহমত প্রকাশ করে আমাদের সাথে থাকবেন বলে প্রত্যাশা করছি।

বিবৃতিতে সচেতন গণমাধ্যমকর্মীরা হলেন- আহমেদ তেপান্তর, কামরুল হাসান দর্পণ (দৈনিক ইনকিলাব), মঈন আবদুল্লাহ (দৈনিক আমাদের সময়), আলাউদ্দিন মাজিদ (বাংলাদেশ প্রতিদিন), ইমরুল শাহেদ (আমাদের অর্থনীতি), সাইফ আলী (আজকের সংবাদ), এম এস রানা (আজকের পত্রিকা), গোলাম মুজতবা ধ্রুব (এফএনএস), বুলবন (নিউ নেশন), আলী আফতাব ভূঁইয়া (দেশ টিভি), জাহাঙ্গীর বিপ্লব (দৈনিক যায় যায় দিন), সাজু আহমেদ (দৈনিক যায় যায় দিন), রাশেদ হক (একাত্তর টিভি), ডি এ সৌর (ডিবিসি টেলিভিশন), নিথর মাহবুব (দৈনিক সংবাদ), এমদাদুল হক মিল্টন (দৈনিক সমকাল), মীর সামি (দৈনিক সমকাল), কুদরত উল্লাহ (আরটিভি অনলাইন) জাহিদ হোসেন (ডেইলি সান), রকিব হোসেন (খোলা কাগজ), আহমেদ জামান শিমুল (সারাবাংলা ডটনেট), নিশা মাহমুদা (প্রতিদিনের বাংলাদেশ), ফাতেমা কাউসার (নিউজটোয়েন্টিফোর টেলিভিশন), রিয়েল তন্ময় ( দৈনিক ইনকিলাব), লিটন মাহমুদ (ঢাকা টাইমস), রঞ্জু সরকার (জমজমাট), দেলোয়ার হোসেন বাদল (বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম), দীপা ঘোষ রিতা (প্রেস এক্সপ্রেস), সালেকুজ্জামান রাজীব (ব্রেকিং নিউজ), ইমু চৌধুরী (সংবাদ পরিক্রমা), আশরাফুল ইসলাম ইমন (বীকনবাংলা.কম), নাহিদ রিয়াসাত (নিউ এইজ),আহমেদ সাব্বির রোমিও (দৈনিক আজকের সংবাদ), মোস্তফা মতিহার (বাংলাদেশ প্রতিদিন), ৩৩.আবুল কালাম (নয়া দিগন্ত), আলমগীর কবির (ঢাকা পোস্ট),নাজমুল তালুকদার (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), আসিফ আলম (আরটিভি), আল কাছির (সময় টিভি), মহিব আল হাসান (সময় টিভি), নাজমুল আলম রানা, (চ্যানেল ২৪), মাকসুদুল হক ইমু (চ্যানেল ২৪), আহমেদ তাওকীর (যমুনা), বুলবুল আহমেদ জয় (একাত্তর টিভি), সাদিয়া ন্যান্সি (এটিএন নিউজ), রেজয়ান মাসুম (নেক্সাস টিভি), মাহমুদ সুলতান (এখন টিভি) প্রমুখ।

প্রসঙ্গত, সংবাদ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি একজন গণমাধ্যমকর্মী তানজিন তিশাকে ফোন দিলে গণমাধ্যমকর্মীদেরকে ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি প্রদান করেন তানজিন তিশা। আর এই বিষয়টি দেশের সাংস্কৃতিক অঙ্গণে নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।