News update
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     
  • Flight carrying Tarique, family lands at Dhaka Airport     |     
  • Tarique’s Flight Lands in Sylhet; Crowds Build at 300 Feet     |     

সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-01-21, 2:57pm

askfkasofp-ad30c931908ab8fe9de0c7b03411dbd81705827425.jpg




আগামী দুই বছরের জন্য স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ২০২২ সালের ৪ ডিসেম্বর আলাউদ্দিন তুষারকে সভাপতি এবং মো. আব্দুর রায়হানকে সাধারণ সম্পাদক করে সোনালী ব্যাংক পিএলসির সবচেয়ে ক্রিয়াশীল ও বৃহৎ এ প্রাতিষ্ঠানিক ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে নঈম জামালসহ ১৫ জনকে সহ-সভাপতি, আবু সোলায়মানসহ ১৭ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, হাসান বিন ইমরুল কায়েসসহ ১৪ জনকে সাংগঠনিক সম্পাদক, ৯ জনকে সহ-সাংগঠনিক সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে।

সভাপতি আলাউদ্দিন তুষার বলেন, শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করে চলছে ব্যাংকারদের সবচেয়ে বড় সংগঠন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।

সাংগঠনিক সম্পাদক হাসান বিন ইমরুল কায়েস বলেন, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই কমিটি সক্রিয় অবদান রাখবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।