News update
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

বন্যাকবলিত এলাকায় নৌবাহিনীর উদ্ধার ও চিকিৎসা সেবা চলমান

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-08-25, 12:11am

img_20240825_000935-e1e94d45206f7e329af13703b09d8c721724523078.jpg




দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। গত ২১ আগস্ট থেকে বন্যাকবলিত ফেনী এলাকায় শুরু হওয়া উদ্ধার ও চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে।

শনিবার (২৪ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, নৌ কন্টিনজেন্টগুলোর মাধ্যমে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী, বোট, লাইফ জ্যাকেট ও ডুবুরিসহ দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। বন্যাকবলিত এলাকা হতে পানিবন্দি মানুষকে উদ্ধার করে ফেনী পলিটেকনিক্যাল ইন্সটিটিউটসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে নৌ সদস্যরা।

এছাড়া খুলনার বন্যা কবলিত পাইকগাছা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর পৃথক কন্টিনজেন্ট নিয়োজিত রয়েছে। ইতোমধ্যে নৌবাহিনীর আরও একটি কন্টিনজেন্ট চট্টগ্রামের মিরসরাইয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌবাহিনী বন্যা দুর্গত মানুষদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার সরবরাহের পাশাপাশি প্রতিবেলায় রান্না করা খাবার সরবরাহ করছে। সেইসঙ্গে প্রত্যেক এলাকায় মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করছে। আশ্রয় কেন্দ্রগুলোতেই শুধু নয়, যেসকল পানিবন্দি বাড়ি-ঘরসমূহে মানুষ আশ্রয় নিয়েছে সেখানেও শুকনো খাবার (চিড়া, মুড়ি, বিস্কুট ও ব্রেড), রান্না করা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ঔষধ এবং খাবার স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

আইএসপিআর জানায়, উদ্ধার অভিযান পরিচলনাকালে বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বন্যা কবলিত এলাকার গবাদিপশু ও অতিপ্রয়োজনীয় সামগ্রীসমূহ নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে বন্যার্তদের সহায়তায় নৌ সদস্যদের ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার্তদের সহায়তায় নৌ সদস্যরা বস্ত্র সামগ্রী, রেশন ও নগদ অর্থ প্রদান করছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।