News update
  • Fx reserves stood at $19.46bn after paying $1.37bn ACU bills     |     
  • Trade with Pakistan to be revived: Dr Salehuddin     |     
  • Law enforcers given order to stop attack on shrines: Home Adviser     |     
  • Abu Sayed killing: 2 cops put on 4-day remand     |     
  • Case filed against Hasina, 33 others with ICT over college student Farhan killing     |     

টিএসসিতে গণত্রাণ কর্মসূচি: ৩য় দিনে উঠল যত টাকা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-08-25, 7:28am

img_20240825_072803-79e3412ff5227e11dd1c712fe85140de1724549308.jpg




বন্যার্তদের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ সংগ্রহ কর্মসূচি’ চলছে। এতে নানা শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে দেখা গেছে। তৃতীয় দিনে শুধু বুথ থেকেই সর্বমোট ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৪৭০ টাকা সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে ৪র্থ দিনের মতো এই ‘গণত্রাণ’ কর্মসূচি কার্যক্রম শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।

ফান্ড কালেকশনের সঙ্গে যুক্ত থাকা সহসমন্বয়ক মো. জহির রায়হান বলেন, সর্বশেষ আপডেট: রাত ১১টা পর্যন্ত আজকে টিএসসিতে নগদ অর্থের পরিমাণ ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৪৭০ টাকা। আরটিভি নিউজ।