
BNP flag
পটুয়াখালী: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
বিএনপি'র কলাপাড়া উপজেলা সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌরসভা বিএনপি'র সভাপতি গাজী মো ফারুক, কুয়াকাটা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার উপস্থিত থেকে এবিএম মোশাররফ হোসেনের পক্ষে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জনা যায়, কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২’টি পৌর সভায় ভোটার দুই লক্ষ চৌদ্দ হাজার ৪৮১জন। পুরুষ ভোটার-১০৮৮৩৬, মহিলা ভোটার-১০৫৬৪৫ জন এবং রাঙ্গাবালী উপজেলার ৫টি ইউনিয়নে ৯৪ হাজার ৮৬৪ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার-৪৭৬৬১, মহিলা ভোটার-৪৭২০৩ জন।
প্রসংগত, পটুয়াখালী-৪ আসনে এবারের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও বিএনপি'র প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে। - গোফরান পলাশ