News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-12-31, 7:48am

c10e7543d2bd59a51c471f4a40fabc7211baf55acea8c802-1fc39b514e8f909cd18b8901e74c75991735609683.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়তপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে আহ্বায়ক এবং অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারকে যুগ্ম-আহ্বায়ক ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি।

জানা যায়, সোমবার ঢাবির কলা অনুষদ শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সাদা দলের এক সাধারণ সভায় ২০২৫ ও ২০২৬ সালের জন্য এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

সাদা দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে সাদা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিট থেকে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিতভাবে বলা হয়। ইউনিট কমিটিগুলো নির্ধারিত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে স্ব স্ব ইউনিটের সাধারণ সভা করে একজন আহ্বায়ক ও দুজন যুগ্ম-আহ্বায়কের নাম প্রস্তাব করে।

ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ সাদা দল কেন্দ্রীয় কমিটির গত ২২ ডিসেম্বরের সভায় উপস্থাপন করা হয়। এতে দেখা যায় ১২টি ইউনিটের মধ্যে আটটি ইউনিট থেকে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নাম আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হয়।

অন্যদিকে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের নাম ৪টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

যুগ্ম আহ্বায়ক (উত্তর) হিসাবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নাম সাতটি ইউনিট থেকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্ উল ইসলামের নাম চারটি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মুহা. রুহুল আমীনের নাম একটি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামের নাম সাতটি ইউনিট থেকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানীর নাম চারটি এবং ফলিত রসায়ন ও কেমি-কৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মুস্তাফিজুর রহমানের নাম একটি ইউনিট থেকে প্রস্তাব করা হয়। সময়।