News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬৭৭ প্রাণ

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-02-10, 5:41pm

rew5rew-d4e298d03ee5f3b4c135a07dd64682641739187677.jpg




চলতি বছরের জানুয়ারিতে শুধু সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত এবং এক হাজার ২৭১ জন আহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ ছাড়া রেলপথে ৫৯ জন, নৌপথে ১৮ জনের মৃত্যু হয়। সড়ক, রেল ও নৌপথ মিলে ৭৫৪ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ৩০১ জন নিহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। বাস দুর্ঘটনায় ১৫৯ নিহত, ব্যাটারিচালিত-ইজিবাইক-নসিমন-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন।

এ ছাড়া চলতি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে।

উল্লেখ্য, দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য ৯৬টি জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও ইলেক্ট্রনিক সংবাদ প্রকাশিত সংবাদ মনিটরিং করে ধারাবাহিকভাবে এই প্রতিবেদন তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি।

আরটিভি