News update
  • Stay alert against election conspiracies: Tarique Rahman     |     
  • BNP's extended meeting held in Capital Dhaka     |     
  • Khaleda urges ‘ironclad unity’ to defend mass uprising gains     |     
  • GCF Board Approves Funding of $868.8m for Projects     |     
  • UNRWA Report 161 on the Crisis in Gaza Strip and West Bank     |     

গণতান্ত্রিক ছাত্রসংসদের ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-02-27, 8:49pm

ewr34234-7e79dd9117007db8aa425ba05252da8b1740667796.jpg




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয় সংগঠনটি‌।

কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী।

গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মহির আলম, মুখপাত্র আশরেফা খাতুন, ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব আল আমিন সরকার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটিতে বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর। নেতৃত্বে আসা যাবে ভর্তির সাত বছরের মধ্যে।

গত বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আবু বাকের মজুমদার জানান, ভুল তথ্যের কারণে এমন ঘটনা ঘটেছে।

 

তিনি আরও জানান, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে প্রশ্রয় দেয়া হবে না। ঘোষিত আহ্বায়ক কমিটি সারাদেশের বিভিন্ন ইউনিটে কমিটি তৈরিতে মূখ্য ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।